• Zirabo, Ashulia, Dhaka-1341, Bangladesh

post-image

RAISE প্রকল্পের শিক্ষানবিশিগণ সম্মানিত ওস্তাদদের প্রতিষ্ঠানে ছয়মাস প্রশিক্ষণের পরে RPL পরীক্ষায় সফলতা

PKSF এবং বিশ্ব_ব্যাংক এর অর্থায়নে PMK কর্তৃক বাস্তবায়িত RAISE প্রকল্পের শিক্ষানবিশিগণ সম্মানিত ওস্তাদদের প্রতিষ্ঠানে ছয়মাস প্রশিক্ষণের পরে RPL পরীক্ষায় সফলভাবে পাশ করে কর্মসংস্থানে যোগদানকারী শিষ্যদের তথ্য প্রদর্শন করা হয়েছে। যেখানে ৪৯ জন ওস্তাদের অধীনে ৯৫ জন শিষ্য National Skills Development Authority (NSDA) এর Assessor দের মাধ্যমে বিভিন্ন ট্রেডে RPL পরীক্ষার অংশগ্রহন করে ৯৫জনই Competent ফলাফল অর্জন করেছে। এটা ছিল PMK সংস্থার অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ।